সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার সুন্দরবনের তালপট্টি এলাকায় মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমনের শিকার হয়েছে মন্টু গাজী(৫২)নামে এক মৌয়াল শনিবার (২২ এপ্রিল) ভোররাতে উপকূলে ফিরে এমন তথ্য জানায় তার সাথে থাকা মৌয়ালরা। নিহত মন্টু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সাবুদ আলী গাজীর ছেলে।
রুহুল আমিন নামে এক মৌয়াল জানায়, ১এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে ২০জন যায় তারা। এরপর তারা সুন্দরবনের ভারতীয় অংশে প্রবেশ করেন। ১৬ এপ্রিল ভারতীয় বিএসএফ আমাদের দু’টি নৌকা নিয়ে ছেড়ে দেয়। গাছ দিয়ে ভেলা তৈরি করে নদী পার হয়ে দুই দিন পর বাংলাদেশে প্রবেশ করেন তারা। ১৯ এপ্রিল রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় সবাই একসাথে ঘুমিয়ে পড়লে বাঘের গর্জন শুনে ঘুম ভেঙে যায় তাদের । ওই সময় বাঘের পায়ের ছাপ, রক্ত দেখা গেলে তাদের সাথে থাকা মন্টু গাজীকে খুঁজে পাওয়া যায়নি ।ধারনা করা হচ্ছে মন্টুকে বাঘে ধরে নিয়ে গেছে। তবে তার মরদেহ খুঁজে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
এবিষয়ে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, সুন্দরবনে মৌয়ালকে বাঘে ধরেছে এমন ঘটনা তার জানা নেই।

