শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সুন্দরবন, নদী ও পরিবেশ রক্ষায় এনসিপি কার্যকর ভূমিকা রাখবে-নাহিদ ইসলাম

আরো খবর

 আহসান উল্লাহ (কলারোয়া) সাতক্ষীরা:

 আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে শনিবার এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল ১০টায় তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে পৌঁছান  । স্থানীয় নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান ।
দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় পর্যায়ের প্রায় এক ডজন নেতা সফরে অংশ নেন। কুমিরায় সংক্ষিপ্ত পথসভা শেষে নেতৃবৃন্দ সাতক্ষীরা শহরের দিকে রওনা হন। সকাল ১১টার দিকে শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে হয় প্রধান পথসভা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে আমাদের পথচলা অব্যাহত রয়েছে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সনদ, বিচার ও নতুন সংবিধান চেয়েছি। কিন্তু একটি মহল জনগণের ন্যায্য দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে।”
তিনি বলেন, “তারা ভেবেছে ক্ষমতার ভাগ-বাটোয়ারা ও দুই-তিনটি আসন দিয়ে আমাদের বিপ্লবী শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা বিপ্লব করেছে, জীবন বাজি রেখে সংগ্রাম করেছে, তাদেরকে কেনার সাধ্য কারো নেই। তারা ভুলে গেছে ৫ আগস্ট আমরা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা সে প্রস্তাবে সাড়া দেয়নি।”
নাহিদ ইসলাম বলেন, “দেশে এখনো বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি চলছে। আমরা বলেছি, আমরা কাউকে শত্রু ভাবি না। আমরা ঐক্য চাই, দেশ গড়ার জন্য জাতীয় ঐক্য দরকার। কিন্তু তারা নির্বাচনকেন্দ্রিক দর কষাকষিতে ব্যস্ত। দেশ পুনর্গঠনের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই।”
সাতক্ষীরার উন্নয়নের অভাব প্রসঙ্গে তিনি বলেন, “এই জেলার মানুষ এখনো রেললাইনের সুবিধা পায় না। ৫৪ বছরেও রেলপথ পৌঁছায়নি সাতক্ষীরায়। শিক্ষার অব্যবস্থা, স্বাস্থ্যখাতে দুর্নীতি, যোগাযোগের বেহাল অবস্থা —এসব আমরা পরিবর্তন করতে চাই। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সাতক্ষীরা ও উপকূল অঞ্চলকে রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। সুন্দরবন, নদী ও পরিবেশ রক্ষায় এনসিপি কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজদের ভয় পাওয়ার দরকার নেই। বাংলাদেশের ছাত্র, শ্রমিক, মেহনতি জনতা ১৬ বছরের ফ্যাসিবাদকে রুখে দিতে পারে—তারা আবারও ইতিহাস সৃষ্টি করতে পারবে। সুতরাং নতুন করে প্রস্তুতি নিতে হবে। এখন সময় ঐক্যবদ্ধভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার।”
সভায় এনসিপির সাংগঠনিক সম্পাদক সারজিস আলম বলেন, “আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে লড়াই চলবে। জনগণের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
পথসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু। বক্তব্য রাখেন পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিংসক তাসনীম জারা। মঞ্চে স্লোগান দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
পথসভার আগে শহীদ আসিফ চত্বরে জুলাই-বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন নেতারা। এরপর এক বর্ণাঢ্য পদযাত্রা শহীদ আসিফ চত্বর থেকে শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
পদযাত্রা শেষে নিউমার্কেট এলাকার আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির সাতক্ষীরা জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে শত শত নেতাকর্মী অংশ নেন। অনেকেই ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা হাতে পদযাত্রায় অংশ নেন।
আয়োজনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সড়কসমূহ সংস্কার করে প্রস্তুতি নেওয়া হয়।

আরো পড়ুন

সর্বশেষ