শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সুলতান পদক পেলেন চিত্রশিল্পী শহিদ কবীর

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলে ১৪দিনব্যাপি সুলতান মেলা শেষ হয়েছে গতকাল (শুক্রবার)। গতকাল সন্ধ্যায় সুলতান মঞ্চে নড়াইল জেলা প্রশাসক ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে মেলার সমাপণী এবং পদক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক মাহবুবা করিম মিনি, পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর মহাব্যবস্থাপক মোঃ তানভীর আল আজাদ, নড়াইল প্রেসকাবের সভাপতি এনামুল কবীর টুকু বিশিষ্ট নাট্যকার কচি খন্দকার, জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী-২০২২ প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মর্তুজা স্বপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডু প্রমুখ।
এবার ‘সুলতান পদক’ পেলেন বরেণ্য চিত্রশিল্পী শহিদ কবীর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ পদকপ্রাপ্ত শিল্পীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং পদক পরিয়ে দেন।
প্রসঙ্গত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সুলতান পদক’ দেওয়ার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জেলা প্রশাসন ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় ১৪ দিনব্যাপি ‘সুলতান মেলা-২০২২’।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে গুণি এই চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ দেওয়া হয়। সুলতান পদক প্রাপ্ত চিত্রশিল্পী মহান মুক্তিযুদ্ধের সংগঠক শহিদ কবীর ১৯৬৯ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে (তৎকালীন ঢাকা গর্ভমেন্ট কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফট্স) থেকে বিএফএ-পাশ করে একই প্রতিষ্ঠানে ১৯৮০ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। বর্তমানে তিনি ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন। এ পর্যন্ত তিনি দেশে ও বিদেশে ১২টি একক চিত্র প্রদর্শনী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌথ প্রদর্শনীতে অংশগ্রহন করেছেন। তিনি দেশে ও বিদেশে সুলতান পদকসহ ৮টিরও বেশী পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
এবারের মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, লাঠিখেলা, কাবাডি, কুস্তি, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, আর্চারি, ষাঁড়ের লড়াইসহ ঐতিহ্যবাহী গ্রামীন খেলাধুলা। এছাড়া প্রতিদিন বিকেলে সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় শিল্পী এস এম সুলতানের কর্মময় জীবনাদর্শের ওপর সেমিনার ও আলোচনা সভা এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয় কবি গান, জারি গান ও যাত্রাপালাসহ মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫০টি স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এতে অংশগ্রহন করেন।
মেলায় শিশুদের বিনোদনের জন্য বিভিন আয়োজনসহ শতাধিক দোকান বিভিন্ন পণ্য নিয়ে বসে। প্রতিদিন হাজার হাজার শিশু ও নারী-পুরুষ মেলা উপভোগ করেন।

আরো পড়ুন

সর্বশেষ