শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

‘সৃষ্টিশীল রচনায় বেঁচে আছেন কাজী নজরুল ইসলাম’

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সময়ের কবি, বাঙালী কবি, বিদ্রোহী কবি। তার কবিতা আমাদের সমাজকে বির্নিমাণ করছে। তার গানে সমাজের কথা বলেন, মানুষের কথা বলে।  সৃষ্টিশীল রচনায় তিনি বেঁচে আছেন আমাদের মধ্যে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ, বিএসপি শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক,  ড. শাহনাজ পারভীন, কবি আমির হোসেন মিলন, শিক্ষাবিদ  অরুপ কুমার ঘোষ।

বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, এডিএম রতন, নূরজাহার আরা নীতি, অরুণ বর্মন, অ্যাড. মাহমুদা খানম, সঞ্জয় নন্দী, ভদ্রাবতী বিশ^াস, সুরাইয়া শরীফ, রাশিদা আখতার লিলি, শরীফ হোসেন ধীমান, তারিকুল ইসলাম সুমন, সানজিদা ফেরদৌস, ইরফান খান, শেখ আরিফুজ্জামান, সানজিদা ফেরদৌস প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ