নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৫৫ পদাতিক ডিভিশন। আজ সোমবার সকালে যশোর সেনানিবাসের ওসমানি স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ৫৫ পদাতিক ডিভিশন ও ১৯ পদাতিক ডিভিশন। টাইব্রেকারে ৩-২ গোলে ১৯ ডিভিশনকে পরাজিত করে ৫৫ ডিভিশন। এর আগে নির্ধাারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হয়। অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি। এছাড়া প্রতিযোগিতায় সৈনিক মেহেদী হাসান ম্যান অব দ্য ম্যাচ ও সৈনিক আরিফ হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন। এসময় আরও উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশন যশোর এরিয়া কমান্ডার। গত ০৭ সেপ্টেম্বর থেকে এ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়।

