একাত্তর ডেস্ক: ক্যারিয়ারে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন অভিষেক বচ্চন। গত রোববার আর পুরস্কার নিতে উঠে মঞ্চ থেকে তা উৎসর্গ করলেন স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে।
উল্লেখ করলেন মেয়ে আরাধ্যার কথাও। আবেগবিহ্বল কণ্ঠে অভিষেক বললেন, ঐশ্বরিয়া আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে দিয়ে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে।
বাবা অমিতাভ বচ্চনকেজ স্মরণ করতেও ভোলেননি অভিষেক। বাবা-মেয়ের কাহিনি নিয়ে তৈরি ছবি ‘আই ওয়ান্ট টু টক’ এর জন্য অভিষেক বচ্চন সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। তাই বাবা অমিতাভ বচ্চন ও কন্যা আরাধ্যাকেও আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন। যে ছবির জন্য অভিষেকের ক্যারিয়ারে প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সেই ‘আই ওয়ান্ট টু টক’ ছবির কাহিনি মন ছুঁয়ে যায়।
সুজিত সরকারের এই সিনেমার মূল বিষয়, জীবনের প্রান্তবেলায় দাঁড়িয়ে এক অসুস্থ বাবা মেয়ের সঙ্গে সম্পর্কে নতুন করে শান দিতে আগ্রহী। কীভাবে তাঁরা ফের একে অপরকে জড়িয়ে বাঁচবে, সেটাই পরতে পরতে উঠে এসেছে গোটা সিনেমাজুড়ে। বাবার চরিত্রে তুখড় এবং মনকাড়া অভিনয়ই জুনিয়র বচ্চনকে সেরা অভিনেতার পুরস্কার এনে দিয়েছে। সূত্র: মানবজমিন

