সাতক্ষীরা প্রতিনিধিঃ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জেসমিন সুলতানা (১৯) নামের এক কলেজ ছাত্রী। সোমবার সকালে তার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে পুলিশ। আত্মহননকারী কলেজ ছাত্রী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। সোমবার ভোর রাতে তার শয়ন কক্ষে আড়ার সাথে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করে।
মারা যাওয়া কলেজ ছাত্রীর পিতা জাহাঙ্গীর আলম জানান, তার মেয়ে জেসমিন সুলতানা নলতা কলেজে পড়াশুনা করত । মেয়ের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলমান ছিল। রবিবার আইসিটি পরীক্ষা দিয়ে আসারর কিছুটা মন খারাপ দেখতে পান তিনি। এর পরে রাতে খেয়ে ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে পড়ে মেয়ে। ফজরের আযানের সময় মেয়ের সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরাদেহ দেখতে পান। স্থানীয়রা জানায়, বছর দুই আগে জাহাঙ্গীর তার মেয়েকে শ্যামনগরে বিয়ে দেয় । তার অল্প কিছুদিন পরেই আবার ডিভোর্স হয়ে যায়। বাড়িতে ফিরেই আবার মেয়েটি পুনরায় পড়াশুনা শুরু করে দেয় ।
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলছিল তার । ঘটনার আগের দিন তার কৃষি শিক্ষা পরীক্ষা ছিল। আজ সকালে শুনি তার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে সেটি এখনও জানা যায়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

