মণিরামপুর প্রতিনিধি:মণিরামপুর ৮ নং হরিহর নগর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি ও প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষে কেন্দ্র দ্বায়িত্ব প্রাপ্ত সকল অফিসার কে দিকনির্দেশনা দেন বক্তব্য প্রদান করেন বক্তারা ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,হরিহরনগর ইউনিয়ন নির্বাচনে কোন ধরনের বিশৃঙ্খলা হবে না।কঠোর অবস্থানে আছে প্রশাসন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মণিরামপুর ও কেশবপুর এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব আশেক সুজা মামুন,মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন,উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ,মণিরামপুর সহকারী ভুমি অফিসার আলী হাসান,মণিরামপুর থানা ওসি শেখ মনিরুজ্জামান,উপজেলা আনসার ভিডিপি অফিসার জেসমিন সুলতানা ও মণিরামপুর থানার ওসি তদন্ত মাহবুর রহমান সহ বিভিন্ন আরো অনেকে।

