শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা:ফ্রান্সে নারীকে যাবজ্জীবন কারাদণ্ড  

আরো খবর

একাত্তর ডেস্ক

২০২২ সালে ১২ বছর বয়সী লোলা ডেভিয়েটকে ধর্ষণ, নির্যাতন এবং হত্যার দায়ে দাহবিয়া বেনকিরেদকে (২৭ বছর) প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি আদালত। ফ্রান্সে প্রথমবারের মতো কোনও নারীকে এই ধরনের সাজা দেয়া হযলো। লোলার মৃতদেহ উত্তর-পূর্ব প্যারিসে তার বাড়ির বাইরে একটি প্লাস্টিকের ট্রাঙ্কে পাওয়া গিয়েছিল। রায় শোনার সময় লোলার মা এবং ভাই কান্নায় ভেঙে পড়েন। লোলার বাবা ২০২৪ সালে তার মেয়ের মৃত্যুর পরই মারা যান। বিচারের পুরো সময় জুড়ে, দাহবিয়া বেনকিরেদ আবেগহীন ছিলেন এবং তার মধ্যে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি।

এই অপরাধ ফ্রান্সের মানুষকে আতঙ্কিত করে তোলে। রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় যখন এটি প্রকাশ পায় যে আলজেরিয়ায় জন্মগ্রহণকারী বেনকিরেদের কোনও পরিচয়পত্র ছিল না এবং লোলাকে হত্যার দুই মাস আগে তাকে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

২০২২ সালের অক্টোবরে লোলাকে হত্যা করা হয়। প্যারিসে যে ভবনে সে থাকত, তার আঙিনায় একটি প্লাস্টিকের স্টোরেজ বক্সে লোলার মৃতদেহ পাওয়া গিয়েছিল। আদালতের প্রসিকিউটর বেনকিরেদের জন্য সম্ভাব্য কঠোর শাস্তির আবেদন করেছিলেন। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরীক্ষার পর বেনকিরেদের মধ্যে সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য পাওয়া গেলেও তাকে সুস্থ বলে ঘোষণা করা হয়। জুরি রায় দেবার আগে বেনকিরেদ আদালতে বলেন, ‘আমি ক্ষমা চাই। আমি যা করেছি তা ভয়াবহ। আমার আর কিছু বলার নেই।’

ফ্রান্সে যাবজ্জীবন কারাদণ্ড অত্যন্ত বিরল। বেনকিরেদ হচ্ছেন দেশটির প্রথম নারী যিনি এ শাস্তি পেলেন। এর আগে এ রায় পেয়েছিলেন সিরিয়াল কিলার মিশেল ফুরনিরে এবং ২০১৫ সালের প্যারিস হামলার অন্যতম অভিযুক্ত সালাহ আবদেসলেম। ২০১৫ সালের ওই হামলায় ১৩০ জন নিহত হন। রায় ঘোষণার পর লোলার মা ডেলফিন দাভিয়ে বলেন, ‘আমরা ন্যায়বিচারে বিশ্বাস রেখেছিলাম, এবং সেটিই আমরা পেয়েছি।’

২৭ বছর বয়সী এই আলজেরীয় নারীকে অন্তত ৩০ বছর কারাভোগ করতে হবে বলে আদালতের রায়ে বলা হয়েছে। তিন বিচারক ও ছয় সদস্যের জুরির প্যানেল সর্বসম্মতভাবে এই দণ্ড দেন।

সূত্র : ইউরো নিউজ/ মানবজমিন

 

 

আরো পড়ুন

সর্বশেষ