শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

স্ত্রী-পুত্রসহ পিকুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
দায়িত্বে থাকাকালে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিকুল, তার স্ত্রী শেফালী জামান এবং দুই ছেলে তানজীব নওশাদ পল্লব ও তানভীর নওশাদ অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালত। রোববার (১৫ জুন) এই আদেশ দেন বিচারক নাজমুল আলম।
দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালে পিকুল সড়কের গাছ বিক্রি, প্রকল্প ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ইতোমধ্যে তিনি ও তার বড় ছেলে ভারতে পালিয়েছেন বলে জানা গেছে। বাকিদের অবস্থান অজ্ঞাত।

আরো পড়ুন

সর্বশেষ