শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

স্বাক্ষর জাল করে ১৬ লাখ টাকা আত্মসাত, যশোরে মা ছেলে আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যশোরের উপপরিচালক ও কামরুজ্জামান ও উপ প্রকল্প পরিচালক জহুরুল ইসলামের স্বাক্ষর জাল করে প্রায় ১৬ লাখ টাকা অগ্রণী ব্যাংক যশোর ও ঝিনাইদহের কালীগঞ্জ শাথা থেকে উঠিয়ে নেয়ার অভিযোগে মা ছেলেকে আটক করে পিবিআই যশোর।
আটক দুই জন হলো, মণিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের মৃত রঞ্জন বিশ্বাসের স্ত্রী মাধবী রাণী বিশ্বাস (৫৭) এবং তার ছেলে উত্তম কুমার বিশ্বাস (৪০)।
পিবিআই জানিয়েছে, অগ্রণী ব্যাংক যশোর ও ঝিনাইদহ শাখা থেকে পেনশন ফান্ড থেকে টাকা দেয়া হয়। আসামিদ্বয় গত ৯ জুলাই অগ্রনী ব্যাংক যশোর রেলবাজার শাখা থেকে ৮ লাখ টাকা ও ঝিনাইদহ শাখা থেকে ৭ লাখ ৯৯ হাজার টাকা উঠিয়ে নেয়। এই সংক্রাস্ত অভিযোগ হওয়ার পর গত মঙ্গলবার যশোরের রাজারহাট থেকে মা ছেলেকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জানাগেছে, মাধবী রাণী বিশ্বাস পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র যশোর জেলা দপ্তরের
‘পেনশন ফান্ড, যশোর’ শিরোনামে অগ্রণী ব্যাংকের যশোর দড়াটানা শাখার এসটিডি হিসাব নম্বর (০২০০০১৫৫১৬৬৯৮) এর ব্যাংক হিসাবের মাধ্যমে পেনশন গ্রহণ করতেন। সে কারণে অগ্রণী ব্যাংকে আসামির নিয়মিত যাতায়াত ছিল।
সে সুযোগে আসামি মাধবী রানী ও আসামি উত্তম কুমার বিশ্বাস বিআরডিবি থেকে ৪৪৪৫৮৩৮ নম্বর চেকের পাতা চুরি করে যশোর রেল বাজার শাখা, ও ঝিনাইদহের কালীগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করে মর্মে প্রাথমিকভাবে প্রমান পাওয়া যায়। এই ঘটনার সাথে আরো কোন আসামি জড়িত আছে কি-না তা পুলিশ তদন্ত করছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। #
যশোরে নাশকতা মামলায় জামায়াতে ইসলামী কর্মী একজন আটক
যশোর অফিস নাশকতার মামলায় কামরুল ইসলাম টুটুল (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। টুটুল জামায়াতে ইসলামীর কর্মী বলে জানিয়েছেন। টুটুল পূর্ব বাবারন্দী লিচুতলা এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
কোতয়ালি থানার এসআই আকতারুল ইসলাম জানিয়েছেন, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে তালবাড়িয়া গ্রামের একটি বাঁশ বাগানে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা গোপন মিটিং করছিল। পুলিশ সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হয়ে ওলিয়ার রহমান (৫৫) নামে একজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। সেখান থেকে বেশ কয়েকটি ককটেল ও নিষিদ্ধ ইসলামী বই উদ্ধার করে। এই ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত করে টুটুলের সম্পৃক্ততার কথা জানতে পারে। পরে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে খালধার রোড থেকে টুটুলকে আটক করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ