শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করায় প্রধান শিক্ষিকাকে শোকজ 

আরো খবর

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি:গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিদ্যালয়ে পতাকা উত্তোলন না থাকায় সিংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে শোকজ করলেন কালীগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস।

কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের সিংগী বাজারের পাশে অবস্থিত সিংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না থাকার বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের নজরে আশে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়। এং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে কালীগঞ্জ উপজেলা শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের।
কালীগঞ্জ উপজেলা এটিও মাজেদুলহক জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে সিংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পি আক্তাকে ঘটনার পরদিন ২৭ মার্চ শোকজ করা হয়েছে। আগামি ৩০ মার্চ তাকে জবাব দিতে বলা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ