নিজস্ব প্রতিবেদক: জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার যশোরে জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের মুজিব সড়কস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মোঃ মেহেদী হাসান মিন্টু। এসময় তিনি বলেন, জেল হত্যা পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা। আওয়ামী লীগকে নিশ্চহ্ন করার জন্য সেদিন এই বর্বর ঘটনা ঘটিয়েছিল স্বাধীনতা বিরোধী ঘাতকরা। রাস্টীয় শক্তি ব্যবহার করে জাতীয় ৪ নেতাকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। সেই শক্তি আবারো মাথা চাড়া দিয়ে উঠছে। ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রহিতহত করতে হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার কার্যকরি সভাপতি এস এম রবি সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল হোসেন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মাষ্টার,তাঁতি লীগ যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাবু গৌরাঙ্গ পাল। জোটের সহ-সভাপতি মোঃ আজিম উদ্দিন, ডাঃ মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসার আলি, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, রাসেল রানা, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি হাওলাদার রনি, যবিপ্রবি’র শহিদ মশিউর রহমান হলের সাবেক সভাপতি শান্ত দে, মহিলা বিষয়ক সম্পাদক ডলি আক্তার, নৃত্য সম্পাদক রুকি বেগম,গ্রন্থ ও পাঠাগার সম্পাদক মোঃ মঈন উদ্দিন, শ্রমবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম বিপ্লব, পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোঃ কামাল হোসেন তুহিন, জোটের সদর উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান টিটো,সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম খান। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সকল সদস্য এবং জাতীয় ৪ নেতার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

