শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

স্বামীর ডিভোর্স নোটিশ নিয়ে যা বললেন নুসরাত

আরো খবর

স্বামী নিখিল জৈনের বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানোর ২৪ ঘণ্টা না যেতেই মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। এক সংবাদবিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন! আমার আর নিখিলের বিবাহবিচ্ছেদ নিয়ে কোনো কথাই হয়নি।’

নুসরাত আরও বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই আনন্দবাজার পত্রিকা ডিজিটালে একটি সংবাদ ঘোরাফেরা করছে, সেটা সম্পূর্ণরূপে ভুল এবং ভিত্তিহীন। মিডিয়ার উচিত কোনো খবর প্রকাশের আগে সঠিকভাবে তথ্য অনুসন্ধান করা, ফেক নিউজের জোয়ারে গা ভাসানো থেকে বিরত থাকা উচিত।’
যদিও এ ব্যাপারে রহস্যজনকভাবে এখনো খোলাখুলি কোনও মন্তব্য করেননি নিখিল জৈন। বিষয়টি নিখিল বলেন, ‘বিবাহবিচ্ছেদ নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে পারছি না। তবে সময় এলেই বলবো।’ এর অর্থ নিখিল বিচ্ছেদ নিয়ে ‘হ্যাঁ’ যেমন বলেননি, তেমনই সরাসরি ‘না’ও বলেননি। সূত্র : এই সময় ও এবিপি আনন্দের।

-বিডি-প্রতিদিন

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ