শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন, বর্নিল সাজে যশোর

আরো খবর

অসীম বোস: প্রায় দেড় যুগপর যশোরে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন। বুধবার বিকালে সম্মেলন উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ, ফ, ম বাহাউদ্দিন নাসিম । সম্মেলনকে ঘিরে যশোরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে সম্মেলন এলাকার সড়কপথ গুলো। নেতৃত্বে আসার জন্য চলছে লবিং গুরুপিং। দু’পক্ষে চলছে শো ডাউনের জোর প্রস্ততি। কেন্দ্রীয় নেতাদের দৃস্টি আকর্ষণ করার জন্য মাঠ দখলসহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সম্মেলনের সর্বশেষ প্রস্ততি সম্পর্কে আয়োজন কমিটির একজন সদস্য জানান স্মরণকালের ঐতিহাসিক সম্মেলন হতে যাচ্ছে। সাজসজ্জায় কোন কমতি রাখা হচ্ছেনা। রয়েছে ঢাকার শিল্পীদের পরিবেশনা। সবমিলে সম্মিলনে প্রায় কোটি টাকা ব্যয় হবে বলে তিনি দাবি করেন।

সম্মেলনে সভাপতি পদে আসাদুজ্জামান মিঠু, গোলাম মোস্তফা কামাল, হুমায়ুন কবির তুহিন এবং সাধারণ সম্পাদক পদে যুগ্ম আহবায়ক নুরে আলম মিলন, শেখ এনামুল কবির, সাবেক ছাত্রলীগ নেতা এস এম নিয়ামত উল্লাহ ও আলীমুজ্জামান মিলন প্রচার প্রচারনায় আছেন।

সম্মেলনের সর্বশেষ প্রস্ততির খবর জানাতে মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসাদুজ্জামান মিঠু জানান, ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে নানা প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সম্মেলন অনুষ্ঠানে ডেলিগেট কাউন্সিলর ও কর্মী মিলিয়ে ২৫ হাজার মানুষের উৎসবে পরিণত হবে।

তিনি আারো বলেন, এবারের সম্মেলন হবে ঐতিহাসিক ও সেরা সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে নেতা ও কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসব উৎসব আমেজ। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ, ফ, ম বাহাউদ্দিন নাসিম। উদ্বোধন করবেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মেসবাউল হোসেন সাচ্চু। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যশোরের ৬টি আসনের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। এতে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের পুরস্কারপ্রাপ্ত ১০জন শিল্পী অংশ নেবেন। আর এমন অনুষ্ঠান হবে, যা দেশে অন্যান্য জেলার স্বেচ্ছাসেবকলীগের মধ্যে বিরল।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটি সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম সদস্যসচিব সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবীর, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিকাইল হোসেন, সমীর কুন্ডু, মফিজুর রহমান, রাফেজ রেজা রতন, আসাদুজ্জামান সুমন, প্রদীপ দাস, নুর ইমাম বাবুল, নজরুল ইসলাম সোহাগ, কামরুল হাসান, মাহমুদুল হাসান সুমন প্রমুখ।

সর্বশেষে সম্মেলনে বলা হয় সৎ, যোগ্য ও মুজিব আদর্শের নেতারা এই সংগঠনের দায়িত্ব পাবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিরামহীন রাজপথে থেকেছে এবং থাকবে যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগ।

আরো পড়ুন

সর্বশেষ