নিজস্ব প্রতিবেদক:’স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা যশোরে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত,অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ আহমেদ,সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করীম সহ জেলার ৮ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,জেলার সকল সরকারী অফিসের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা।
সভায় মাননীয় প্রধান মন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। সেই সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের কিকি করা দরকার সে বিষয়েও আলোচনা করা হয়।
এছাড়া স্মার্ট যশোর গড়ার ক্ষেত্রে কি কি করনীয় এ সকল বিষয়ে উপস্থিত সকলের মতামত গ্রহন করা হয় আলোচনা সভা থেকে।
বক্তারা বলেন, প্রথম ডিজিটাল জেলা যশোরকে প্রথম স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে গেলে সকলকে এক সাথে কাজ করতে হবে। এছাড়া ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রাপ্তিদের কাছে উপকার ভোগীদের সেই সেবা গ্রহণ সম্পর্কে জানাতে হবে। ডিজিটাল সেবা নিয়ে যত বেশী মানুষকে অবহিত করা যাবে তত দ্রুতই স্মার্ট জেলা হিসেবে যশোর প্রথম অবস্থানে থাকবে বলে আশা ব্যক্ত করেন তারা।
’স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যশোরে তথ্য অফিসের মতবিনিময় সভা

