শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

হত্যাচেষ্টা মামলা, যবিপ্রবির সেকশন অফিসার গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেকশন অফিসার সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সাইফুর যবিপ্রবি’র রেজিস্ট্রার দফতরের সংস্থাপন প্রশাসন-১-এ কর্মরত। পাঁচ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার সময় তিনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুর দুইটার সময় যবিপ্রবি’র প্রধান ফটকের সামনে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল সাইফুরকে গ্রেফতার করে ‘একতা অ্যাম্বুলেন্স’ লেখা একটি মাইক্রোবাসে করে নিয়ে যায়।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১৬ আগস্ট রাতে ছাত্রলীগ নেতা সাইফুরের নেতৃত্বে আরও কয়েকজন ছাত্রলীগ কর্মী শিবিরকর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করে। এসব শিক্ষার্থীদের জিহ্বাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে গত ২ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের তৎকালীন ১৩ নেতার নামে হত্যাচেষ্টা মামলা করেন নির্যাতনের শিকার শিক্ষার্থীরা।

এ মামলার তিন নম্বর আসামি সাইফুরকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে যবিপ্রবিতে চিঠি দেয় শাহবাগ থানা পুলিশ। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে যবিপ্রবি’র প্রধান ফটকের সামনে সাইফুরকে পুলিশে হাতে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন।

বিষয়টি স্বীকার করে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন এ বিষয়ে বলেন, যেকোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ও সাইফুর রহমানের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে প্রধান ফটকের সামনে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ঢাকা থেকে ডিএমপির একটি টিম আসে। যবিপ্রবি প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। এরপর আসামি গ্রেফতার করে ঢাকায় চলে যায়।

আরো পড়ুন

সর্বশেষ