ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জঙ্গলিয়া গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশের পরিদর্শক (এসআই) পারভেজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুইজন মাদক কারবারি মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে শাখারিদা বাজার হতে যাদবপুরের দিকে যাচ্ছিল। ওই সংবাদের ভিত্তিতে যাদবপুর এলাকায় পৌঁছালে তাদের গতিরোধ করা হয়। এ সময় মোটর সাইকেলের চালক মানিক আলীর (৩৩) দেহ তল্লাশি করে তার স্কচটেপে মোগানো ১ কেজি গাঁজা (যার মূল্য ৪৫ হাজার টাকা) জব্দ করা হয় এবং মোটর সাইকেলের পেছনে বাচ্চাসহ মোছা. জিন্নাত আরা (২৪) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা স্বামী-স্ত্রী।
এসআই আরও জানান, তারা দীর্ঘদিন ধরে হরিণাকুন্ড উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে আসছিলে। গ্রেফতারতৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে হরিনাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

