প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকা -৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বিকালে গণঅভ্যুস্থানে অংশ নেওয়া ছাত্র জনতার ব্যানারে শহরের টাউন হল ময়দান থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের মাইকপট্টি হয়ে চৌরাস্তা ঘুরে দড়াটানা ভৈরব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাদীর ওপর নৃশংস হামলার ঘটনায় ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘আমার ভাই হাসপাতালে, ইন্টেরিম কি করে’,‘সন্ত্রাস আর বাংলাদেশ, একসাথে চলে না’ ভেঙ্গে দাও ঘুড়িয়ে দাও’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
ঢাকা -৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বিকালে গণঅভ্যুস্থানে অংশ নেওয়া ছাত্র জনতার ব্যানারে শহরের টাউন হল ময়দান থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের মাইকপট্টি হয়ে চৌরাস্তা ঘুরে দড়াটানা ভৈরব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাদীর ওপর নৃশংস হামলার ঘটনায় ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘আমার ভাই হাসপাতালে, ইন্টেরিম কি করে’,‘সন্ত্রাস আর বাংলাদেশ, একসাথে চলে না’ ভেঙ্গে দাও ঘুড়িয়ে দাও’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান বলেন, ‘হাদী জুলাইয়ের কন্ঠস্বর। সেই কন্ঠস্বরকে যারা রোধ করতে চায় তারা দেশের শত্রু।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘প্রত্যেকটা নাগরিক আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব? নির্বাচন বানচাল করতে বিভিন্ন চক্রান্ত শুরু হয়েছে। তারই অংশ হিসাবে হাদীর উপর এই হামলা। হাদির উপর যে হামলা চালানো হয়েছে, জড়িতদের আগামি ২৪ ঘন্টার মধ্যে আটকের দাবি জানাচ্ছি।’ এসময় বক্তব্য রাখেন জেলা নাগরিক পার্টির সদস্য সালমান হাসান রাজিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক মুখ্য সংগঠক আল মামুন লিখন, ছাত্রনেতা ইমরান খান, ফাহিম আল ফাত্তাহ প্রমুখ।

