শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

হামাস-ইসরায়েল সংঘাতে নিহত ২২ সাংবাদিক

আরো খবর

৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২২ জন সাংবাদিক নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট- সিজেপি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর-বিবিসি

সংগঠনটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ জন ফিলিস্তিনি, তিনজন ইসরায়েলি ও একজন লেবাননের নাগরিক রয়েছেন।

সংঘাতের কারণে এ পর্যন্ত আট সাংবাদিক আহত হয়েছেন। তিনজন হয় নিখোঁজ অথবা আটক হয়েছেন।

সিজেপির তথ্য মতে, তাদের মধ্যে ১৫ জন ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন দু’জন।

একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধের মধ্যে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকেন। এ সময় বেসামরিক ব্যক্তি ও সাংবাদিকদের প্রতি আক্রমণ না করার বিষয়ে জোর দেয় সিপিজে।

আরো পড়ুন

সর্বশেষ