শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি :শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফোটকে নিজের নামের সাইনবোর্ড ঝুলিয়ে ইতিহাস সৃষ্টি করলেন আরএমও ডা: আব্দুল্লাহ আল মামুন।
সরেজমিনে গিয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান ফোটকে মিললো আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনের নিজের নামের সাইনবোর্ড। সাইনবোর্ডে রোগী দেখার সময় উল্লেখ লেখা আছে সকাল ৬ টা থেকে ৮ টা এবং দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।এই সাইনবোর্ড দেখে মনে হলো হাসপাতালের মধ্যে আরএকটি হাসপাতাল।
এবিষয়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ভালো ভাবে না দেখে বিকালে চেম্বারে আসার পরামর্শ দেন সেখানে ভালো করে দেখবেন।শৈলকুপা খেটে খাওয়া মানুষকে তিনি জিম্মি করে হাসপাতালের ভিতির সাইনবোর্ড ঝুলিয়ে বাণিজ্য করে যাচ্ছেন তিনি। এতে করে গরীব খেটে খাওয়া মানুষ স্বাস্থ্যসেবা নিতে এসে পড়ছেন বিপদে।
কোয়ার্টারে বসে রোগীদের অপ্রয়োজনীয় রিপোর্ট পছন্দের ক্লিনিকে পাঠিয়ে করছেন কমিশন বাণিজ্য।এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপদে। ধারদিনা করে হলেও সেই রিপোর্ট করতে হচ্ছে তাঁদের। পছন্দের ক্লিনিকের রিপোর্ট না দেখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এবিষয়ে সচেতন নাগরিকরা বলেন এই প্রথম দেখলাম সরকারি হাসপাতালের মধ্যে কোন ডাক্তারের নিজের নামের সাইনবোর্ড ঝুলিয়ে চেম্বার করতে।এধরেন সাইনবোর্ড ঝুলিয়ে বাণিজ্য করে সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছেন এই ডাক্তার। আমরা এর প্রতিকার চাই।
এবিষয়ে সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, আমি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গিয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনকে তাঁর নিজ নামের সাইনবোর্ড নামাতে বলেছি কিন্তু তিনি আমার কথা শুনে বিলবোর্ড ঝুলিয়ে রেখেছে। এটা চরম অন্যায় বলে আমি করি এবিষয়ে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

