নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীকের) প্রার্থী এনপিপি’র চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, এদেশে হিন্দু ও মুসলমান মিলেমিশে বসবাস করবে।
মুসলমানরা যেমন তাঁদের অধিকার ভোগ করবেন, তেমনি হিন্দুরাও তাঁদের অধিকার ভোগ করবেন। হিন্দু-মুসলমান ভাই ভাই, তাঁদের কোন পৃথক স্বত্বা নেই। হিন্দু সম্প্রদায়ের মানুষজনের গায়ে আঁচড় লাগলে প্রতিরোধ করা হবে।’ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি একথা বলেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা কৃষকদলের নেতা নবীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি এসএম শাহিন বিপ্লব ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুসা মোল্যা উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজার, চালিতাতলা বাজারে গণসংযোগ করেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন

