এমএ রহিম
ব্যাতিক্রমি আয়োজনে বেনাপোলে স্বাধীনতার সুবর্ন জয়ন্ত্রী ও শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। উৎসব আমেজে ভরপুর ছিল বেনাপোল। ১০১ফুট জাতীয় পতাকার আদলে বঙ্গবন্ধুর ছবি সম্বিলিত ব্যানার নিয়ে ৩কিলোমিটার র্যালি প্রদর্শিত হয়েছে। বাজি ফুটিয়ে১০১বার তোপধ্বনি করা হয়েছে। ১০১ নারীকে লালসুবজ শাড়ী ও ১০১ প্রবীন নেতাকে মুজিবকোট দিয়ে সন্মানিত করা হয়েছে। কাটা হয়েছে বিশাল আকারের জন্মদিনের কেক। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ডিসপ্লে সহ মন মুগ্ধকর নাচ-গান করেন চ্যানেল আই খ্যাত ও বিটিভির শিল্পিরা। বেনাপোল পৌর সভার আয়োজনে অনুষ্টানে অর্ধলক্ষ মানুষের সমাগম ঘটে। বিভিন্œ ইউনিয়ন থেকে হাজার হাজার নারী পুুরুষ ও দলীয় নেতা কর্মিরা অনুষ্টানে অংশ গ্রহন করেন।
যার সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন। মেয়র লিটন বলেন যে নেতা জন্ম না হলে দেশের জন্ম হতোনা।বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে পারত না জাতি। তাই তো তার জন্ম দিনে এই আয়োজন। করোনার কারনে অনেক আনুষ্টানিকতা সিমিত করা হয়।
১০১ফুট বঙ্গবন্ধুর ছবি সম্বিলিত ব্যানারে ৩কিলোমিটার র্যালি

