শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

১১৩ জন নিয়োগ দেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ 

আরো খবর

একাত্তর ডেস্ক:  ১৮টি জব ক্যাটাগরিতে ১১৩ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য মোংলা বন্দর কর্তৃপক্ষ আহবান করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৫ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে ও ৩২ (বত্রিশ) বৎসরের মধ্যে নারী ও পুরুষ (Female & Male) শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী মোংলা বন্দর কর্তৃপক্ষ চাকরির বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে (Salary Scale) নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৫ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://mpajobsbd.com/ প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে আবেদন ফি ৫০/- টাকা + ১৯/- টাকা চার্জসহ বাবদ মোট ৬৯/- টাকা, ১০০/- টাকা + ২১/- টাকা চার্জসহ বাবদ মোট ১২১/- টাকা, ১৫০ টাকা + ২২ টাকা চার্জ বাবদ মোট ১৭২/- টাকা ও ২০০/- টাকা + ২৩/- টাকা চার্জ বাবদ মোট ২২৩/- টাকা পরিশোধ করতে হবে।

কোনভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত মোংলা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন সম্পন্ন হবে না। আমরা আরো মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি।

নিয়োগকর্তার/সংস্থার নাম মোংলা বন্দর কর্তৃপক্ষ।
নিয়োগকর্তার/সংস্থার ধরন সরকারি
চাকরির ধরন কি? সরকারি চাকরি।
চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি। (Permanent Govt Job)

 

জব ক্যাটাগরি: ১৮টি
জনবল নিয়োগ হবে  ১১৩ জন।

পদগুলোর মধ্যে রয়েছে হাইড্রোগ্রাফার, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, ড্রাইভার, ওয়্যারলেস অপারেটর, গ্রীজার, লস্কর, মাঝি, কার্পেন্টার, কুক ইত্যাদি।

 

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী।
লিঙ্গ নারী ও পুরুষ:

 

অভিজ্ঞতার কতটুকু লাগবে? নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।

 

বয়স সীমা: ০১ অক্টোবর ২০২৫ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে।
বেতন গ্রেড: ৮,২৫০/- থেকে ৫৩,০৬০/- টাকা।

 

আবেদন করার পদ্ধতি/ধরন অনলাইনে https://mpajobsbd.com/ ওয়েবসাইটে প্রবেশ করে
আবেদন ফি কত লাগবে? ৬৯, ১২১, ১৭২ ও ২২৩/- টাকা।

 

ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ‍SMS এর মাধ্যমে প্রকাশের তারিখ ১৪ অক্টোবর ২০২৫ ইং, অফিসিয়াল/নিজস্ব ওয়েবসাইটে।

 

আবেদন শুরুর দিন ১৬ অক্টোবর ২০২৫ ইং সকাল ০৯:০০ ঘটিকা।
আবেদনের শেষ দিন ০৯ নভেম্বর ২০২৫ ইং বিকেল ০৫:০০ ঘটিকা।

 

কর্তৃপক্ষের ওয়েবসাইট https://mpa.gov.bd/

 

 

আরো পড়ুন

সর্বশেষ