নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরীকে ঢাকার লালবাগ এলাকা থেকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। যুবদলের কেন্দ্রীয় নেতা রিপন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শহিদুল ইসলাম নয়ন চৌধুরীর ছেলে । শুক্রবার রাতে র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ এম নাজিউর রহমানের নেতৃতে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যার জানিয়েছে ১৮ মামলার পরোয়ানাভুক্ত আসামী ছিলেন রিপন চৌধুরী। শনিবার বেলা সাড়ে ১১ টায় র্যাব যশোরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, ২০১৪ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল বোমা ও পেট্রোল বোমা দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মক ক্ষতিসাধন সহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষতি করে। তার বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার বিরুদ্ধে ১৩ টি বিস্ফোরক তৎসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা, একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা, দুইটি বিশেষ ক্ষমতা আইনে মামলা, দুইটি হত্যা চেষ্টা সহ মোট ১৮ টি মামলা রয়েছে। সে পাঁচবছর ধরে পলাতক রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদে এসব ঘটনার সত্যতা স্বিকার করেছেন বলে জানিয়েছেন র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার এম. নাজিউর রহমান।

