শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

২৫০শয্যা হাসাপাতালঃ আক্তারুজ্জামান খুলনায় হারুন যশোরে

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আক্তারুজ্জামানকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে সহকারী স্বাস্থ্যপরিচালক ( এ্যাডমিন) পদে বদলি করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে পদায়ণ হিসেবে তাকে বদলি করা হয়। একই আদেশে খুলনা স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের  সহকারী পরিচালক ডাঃ মোঃ হারুণ অর রশিদকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক পদে বদরি করা হয়।
 বৃহষ্পতিবার দুপুর ২ টার দিকে হাসপাতালের তত্বাবধায়ক কার্যালয়ে ডাঃ মোঃ আক্তারুজ্জামান দায়িত্ব হস্তান্তর করেন এবং তার স্থলে  ডাঃ মোঃ হারুণ অর রশিদকে চেয়ারে বসিয়ে দেন। ডাঃ মোঃ আক্তারুজ্জামান ২০২১ সালের ১ জুন এ হাসপাতালের তত্বাবধায়ক পদে যোগদান করেছিলেন।
এ সময় হাসপাতারের সিনিয়র চক্ষু কনসালটেন্ট ডাঃ হিমাদ্রি শেখর সরকার, বি এম এ, ও স্বাচিপ নেতা ডাঃ মোঃ গোলাম মেোর্তজা, আর এম ও  ডাঃ মোঃ আনোয়ার হোসেন,কার্ডিওলজি কনসালটেন্ট মোঃ তৌহিদুল ইসলাম, ডাঃ মোঃ সেলিম রেজা, হাসপাতাল কর্মচারি, নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  তারা বিদায়ী ও দায়িত্ব গ্রহণকারী কর্মকর্তাকে পূষ্প্যমাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ