ইউরোপে লোক পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক পুলিশ কনস্টেবলের নামে যশোরের আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মোহাম্মদ জুয়েল বর্তমানে পুলিশ হেড কোয়াটার্স ঢাকার কন্ট্রোলরুমে কর্মরত রয়েছেন। তার আইডি নম্বর ৮২০২০৮২৭১৯।
জুয়েল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চর উত্তর ভুতেরদিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। মামলাটি করেছেন যশোর শহরের ঘোপ ডিআইজি রোডের বাসিন্দা রাকিবুল ইসলাম। তিনি নড়াইল জেলার নড়াগাতি উপজেলার যোগানিয়া গ্রামের পাচু মোল্লার ছেলে। বিদেশে লোক পাঠাতে ব্যর্থ হয়ে জুয়েল চেক প্রদান করেন। পরে তা ডিজঅনার হয়। এরপর মামলা করেন রাকিবুল। বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন সমন জারি করে আগামী ২ মে মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, কনস্টেবল জুয়েলের সাথে রাকিবুলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জুয়েল পুলিশে চাকরি করে ও নিজেকে ক্ষমতাধর পরিচয় দেন। তিনি জানান, ইউরোপে লোক পাঠাতে পারবেন। এসময় রাকিবুল তার আপন ভাই মাহমুদ হাসান ও শ্যালক আল-আমিনকে ইউরোপে পাঠাতে আগ্রহ প্রকাশ করেন। তখন জুয়েল ২৫ লাখ টাকা দাবি করেন। দু’ মাসের মধ্যে তাদেরকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দেন। ২০১৯ সালের পহেলা জানুয়ারি জুয়েল বিদেশে পাঠানোর কথা বলে ২৫ লাখ টাকা নেন। কিন্তু তাদেরকে বিদেশ পাঠাতে ব্যর্থ হন তিনি। শেষমেষ ২০২০ সালের পহেলা ডিসেম্বর ওই টাকা ফেরত দেয়ার শর্তে তিনশ’ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র করেন জুয়েল। একইসাথে ওই টাকার বিপরীতে একটি চেক প্রদান করেন। ২০২০ সালের ১৭ ডিসেম্বর তা ডিজঅনার হয়। পরে চলতি বছরের ৩ জানুয়ারি লিগ্যাল নোটিশ পাঠালেও জুয়েল তাতে কর্ণপাত করেননি। বাধ্য হয়ে বুধবার আদালতে মামলা করেন রাকিবুল।- সূত্র: জি কে
