শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

৩৭দিনপর  রেলপথে ভারতের সঙ্গে চালু হলো আমদানি-রপ্তানি বাণিজ্য

আরো খবর

  বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৩৭দিনপর  রেলপথে ভারতের সঙ্গে চালু হলো আমদানি-রপ্তানি বাণিজ্য। ৪টি চালানে এসেছে ২হাজার৮শ৮৮মেঃ টন পন্য। ফলে রেল পথে পন্য আমদানিতে খুশি বন্দর ব্যাবহারকারী সহ ব্যাবসায়িরা।
বেনাপোল রেল ষ্টেশন মাষ্টার সাইদুর রহমান জানান দেশের বিরজমান পরিস্থিতিতে ২৪ জুলাই থেকে বন্ধ হয়ে যায বেনাপোল দিয়ে রেল পথে পন্য আমদানি বানিজ্য। দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে ১সেপ্টেম্বর থেকে আবারও শুরু হয়েছে রেলে পন্য আমদানি। ৫সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ৪টি চালানে  ট্রেনে করে এসেছে২ হাজার ৮শ ৮৮মেঃ টন পন্য।এর মধ্যে জিপসার রয়েছে২৪শ৯০মেঃটন ও ট্রাক্টর এসেছে৩০০পিস।
জুলাইয়ে নিরাপত্তাজনিত কারণ রেলপথে বন্ধ হযে যায় পন্য আমদানি। নতুন করে ট্রেনে পন্য আমদানিতে কমবে সময় বাঁচবে অর্থ। খুশি বন্দর ব্যাবহার কারী ও ব্যাবসাযিরা।৷ দেবুল কুমার দাস ও আব্দুল জব্বার জানান ভারত থেকে আবারও ট্রেনে পন্য আমদানিতে আমদানি রফতানির সাথে সংশ্লিষ্টরা।  উপকৃত হবে দেশের জনগন।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন বেনাপোল দিয়ে রেলপথে শুরু হয়েছে৷ অচিরেই চালু হবে যাত্রীবাহি রেল। রেল কর্তৃপক্ষের কাছে যাত্রীবাহি রেল চালুতে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের নেতা মতিয়ার রহমান বলেন বন্ধু রাষ্ট্র ভারত বাংলাদেশের সাথে পন্য আমদানি রফতানিতে আন্তরিক। ফলে শুরু করেছে ট্রেনে পন্য রফতানি। উপকৃত হচ্ছেন তারা।

আরো পড়ুন

সর্বশেষ