নিজস্ব প্রতিবেদক:পবিত্র রমজান উপলক্ষে যশোরে নিম্ন আয়ের মানুষের মাঝে সহনীয় মূল্যে বিক্রি করা হচ্ছে টিসিবি’র পণ্য। আজ শহরের বরান্দি মোল্যা পাড়ায় দেড় হাজার পরিবারের মাঝে এই পণ্য বিক্রি করা হয়। প্রত্যেক পরিবারকে ৪৭০ টাকার বিনিময় ২ লিটার তেল,২ কেজি ছোলা, ১ কেজি চিনি ও ১ কেজি ডাল প্রদান করা হয়। জেলার ৯৩ টিইউনিয়ন ও ৮ টি পৌর এলাকায় ডিলারদের মাধ্যমে এই পণ্য বিকি করা হচ্ছে।
টিসিবির পণ্য কিনতে বিভিন্ন ওয়ার্ডে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
টিসিবির পণ্য নিতে আসা শহরের নাজির শংকরপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের জিরো পয়েন্ট মোড়ে রহিমা বেগম বলেন ,রোজার মাসে টিসিবির পণ্য পেয়ে অনেক উপকার হয়েছে। বাজারে এর দাম অনেক। এখান থেকে প্রায় অর্ধেক দামে পণ্যগুলো পেলাম ।এগুলো দিয়ে রোজার মাস চলে যাবে।
পণ্য নিতে আসা চায়ের দোকানদার শহিদুল ইসলাম জানান, চায়ের দোকান বন্ধ করে পণ্য নিতে এসেছি। বাজার ছাড়া এখানে অনেক কম দামে পাচ্ছি আমার অনেক টাকা সাশ্রয় হয়েছে পণ্য কিনে।
যশোর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার এড, আসাদুজ্জামান বাবুল বলেন, আমার ওয়ার্ডের ১ হাজার ৪৫৪ জন নারী পুরুষকে টিসিবির পণ্যর আওতায় আনা হয়েছে। যশোর পৌরসভার অফিসার হারুনুর রশিদ ও নাসিম রেজা সহ ১০/১২ জনকে সমন্বয় করে এই টিসিবির মালামাল বিতরণ করা হচ্ছে ।