বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে ৫২হাজার টন পেয়াজ আমদানির খবরে মুহুর্তে পাল্টে গেল বাজারের চিত্র। এক দিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে ১ ‘ থেকে দেড়শ টাকা।
সোমবার বেনাপোলসহ স্থানীয় কাঁচা বাজারে দেশী পেযাজ ১৪০ টাকা এবং ভারতীয় পেয়াজ বিক্রি হচ্ছে ১২০টাকায়। এক দিন আগে যার মূল্য বেড়ে প্রতি কেজি আড়াইশ টাকা পর্ন্ত উঠেছিল। দাম আরো কমতে পারে বলে আসা করছেন বিক্রেতারা।
৭ ডিসেম্বর ভারতীয় পেয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই শুক্রবার থেকে বাজারে পেয়াজের দাম বাড়তে শুরু করে। ৮০ টাকা থেকে বেড়ে দেশি পেয়াজ ২৪০টাকা এবং ভারতীয় পেয়াজ বিক্রি হয়২৫০টাকা দরে।
এসময়ে বেশি লাভের আশায় চাষীরা দেশি পেয়াজ মজুত করতে থাকে। যার কারণে অস্থির হয়ে উঠে বাজার।
এদিকে পেয়াজের স্বাভাবিক রাখতে ভারত থেকে ৫২হাজার মেঃ টন পেয়াজ আমদানি করছে বানিজ্য মন্ত্রনালয়।অন্যদিকে ভারত থেকে টিসিবি বেনাপোল বন্দর দিয়ে ৯০টন ভারতীয় পেয়াজ আমদানি করেছে। যা খালাসের অপেক্ষায়। এ ধরনের খবরে মুহুর্তে পাল্টে যায় বাজারের চিত্র। পেয়াজের বাজারে স্বস্থি ফিরে এসেছে।
উপজেলা কৃষি অফিসার দীপক কুমার মন্ডল জানান এবার পেয়াজের চাষ বেড়েছে। বাজারে দেশি পেয়াজের আমদানি বাড়লে দাম আরো সহনশীল পর্যায়ে আসবে বলে জানান তিনি।

