কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
রোববার সকালে পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত
জাহানের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের
চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ
আব্দুর রহিম মোল্ল্যা, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন।
সভায় ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার উপর গুরুত্বারাপ করা হয়।
এছাড়া শহরে চুরি ছিনতাই রোধসহ বাজার ও মহাসড়কে যানজটে জনদূর্ভোগ কমাতে কালীগঞ্জ ও বারবাজার
হাইওয়ে থানার পুলিশকে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয় ।
সভাতে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
শিবুপদ বিশ্বাস , কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউ পি
চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, মহিদুল ইসলাম মন্টু, আলী হোসেন অপু,
নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ,, আলাউদ্দিন আলা, আজিজুল ইসলাম খাঁ প্রমুখ। এছাড়াও সভাতে গনমাধ্যমকর্মী
শাহাজান আলী বিপাশ. নয়ন খন্দকার, এনামুল হক ও উপজেলা পরিষদের বিভিন্ন
দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

