শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় হাবিব, ঝিকরগাছায় মনিরুল শার্শায় সোহরাব নির্বাচিত

আরো খবর

 

একাত্তর ডেস্ক: দ্বিতীয়ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের শার্শায় সোহরাব হোসেন, ঝিকরগাছায় মনিরুল ইসলাম এবং চৌগাছায় এস এম হাবিব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া শার্শায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রহিম সরদার ও শামীমা আলম সালমা , ঝিকরগাছায় ইমরান রশিদ ও জেসমিন সুলতানা এবং চৌগাছায় শামীম রেজা ও নাছিমা খাতুন। নির্বাচিতরা সকলেই আওয়ামী লীগের।

মঙ্গলবার উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই তিন উপজেলায় সুষ্ঠ ও শান্তি পূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে ভোটাররা ভোট গ্রহন করা হয়। উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১ জন।

নির্বাচনে তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনের প্রথমভাগে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বিকালে তা ছিল চোখে পড়ার মত।

শার্শা প্রতিনিধি জানান, ৩৭ হাজার ৫৭০  ভোট পেয়ে প্রথমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: অহিদুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ২৯১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো: আব্দুর রহিম সরদার তালা প্রতীক নিয়ে ২২ হাজার ৯৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের শফিকুল ইসলাম মন্টু পেয়েছেন ১৪ হাজার ৪৫১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের মোছা: শামীমা খাতুন ৪২ হাজার ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা: আলেয়া ফেরদৌস হাসঁ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭২৯ ভোট।

ঝিকরগাছা প্রতিনিধি জানান, ৪০ ৬৪৩ ভোট পেয়ে দ্বিতীয়বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। তিনি লড়েন আনারস প্রতীক নিয়ে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বি সেলিম রেজা পেয়েছেন ১৮৪৪৩ ভোট। তিনি লড়েন ঘোড়া প্রতীক নিয়ে। অপর ২ প্রার্থীর মধ্যে লুবনা তাক্ষী দোয়াত কলম প্রতীকে ৪১৩৯ এবং রেজাউল হোসেন মোটর সাইকেল প্রতীকে ১০৯১ ভোট পেয়েছেন। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ইমরানুর রশিদ চশমা প্রতীকে ৪১ হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুজ্জামান মিন্টু তালা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯৫৬ ভোট। এ উপজেলা অপর প্রার্থী ইদ্রিস আলী বিশ^াস টিউবওয়েল প্রতিীকে পেয়েছেন ৫ হাজার ১১৭ ভোট। এউপজেলা কলস প্রতীকের জেসমিন সুলতানা ২৪ হাজার ৪৬৭ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতমপ্রতিদ্বন্দ্বি হাঁস প্রতীকের আমেনা খাতুন পেয়েছেন ১৬ হাজার ৪৮২ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে সোহানা আক্তার ১৪ হাজার ৩৯৫ ভোট এবং অপর প্রার্থী আছিয়া বেগম পেয়েছেন ৮ হাজার ৭৪০।

চৌগাছা প্রতিনিধি জানান,

চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। তিনি এর আগে ৩য় ও ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

উপজেলার ৮১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়। প্রাথমিকভাবে বেসরকারি ফলাফলে এসএম হাবিবুর রহমান (আনারস) পেয়েছেন ৩৩ হাজার ৫৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্¦ী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ড. মোস্তানিছুর রহমান মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৯৮০ ভোট।

উপজেলায় প্রথম বারের মতো ২৬ হাজার ৬০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা খাতুন। তিনি লড়ে ছিলেন হাঁস প্রতিক নিয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা আওয়ামলীগের প্রায়াত নেতা ইমামুল হাসান টুটুলের সহধর্র্মিণী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা টুটুল লাকি ১৫ হাজার ৩৯০ ভোট। এছাড়া নাজনীন নাহারের (বৈদ্যুতিক পাখা) পেয়েয়েছে ১২ হাজার ৭৭৭ ভোট, কামরুন নাহার শাহিন (ফুটবল) পেয়েছে ১ হাজার ৬৪৪ ভোট, এবং রীপা ইসলাম (প্রজাপতি) পেয়েছেন ৬ হাজার ৪০৬ ভোট। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শামিম রেজা নির্বাচিত হন।

এই উপজেলায় ২০২১ সালের ১৪ ফেব্রয়ারি চৌগাছা পৌরসভা নির্বাচনে প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পৌরসভার বাইরে ১১টি ইউনিয়নের ভোটাররা এবারই প্রথম ইভিএমে ভোট দিলেন।

ভোট গ্রহন শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটর্নিং কর্মকর্তা সুষ্মিতা সাহা নির্বাচনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেন।

উল্লেখ্য উজেলায় ১ পৌরসভা ও ১১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ৯৭ হাজার ২০৬ জন।

 

আরো পড়ুন

সর্বশেষ