শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শেষ বেলায়ও মুগ্ধতা ছড়ালেন

আরো খবর

 

৭৫তম কান উৎসবের পর্দা নেমেছে। এই উৎসব দীপিকা পাড়ুকোনের কাছে বিশেষ। কারণ এবারের আসরে অন্যতম বিচারকের ভূমিকায় ছিলেন তিনি। ছবি দেখতে হবে, যাছাই-বাছাই করতে হবে। কত শত ব্যস্ততা। তবে এর মাঝেও ফ্যাশনে পিছিয়ে ছিলেন না তিনি। লালগালিচায় তার প্রতিটি সাজের ছবি ভাইরাল হয়েছে। সেই সব ছবি দেখে আবার নানা মুনি নানামত দিয়েছেন। কেউ প্রশংসা করেছেন। আবার কেউ কঠোর সমালোচনা করে বলেছেন, সাজতেই তো সময় সব শেষ। ছবি নিয়ে বিচার করবেন কখন!

তবে এসবে পাত্তা না দিয়ে দীপিকা লালগালিচায় যতবার পা দিয়েছেন ততবারই আলো ছড়িয়েছেন। কানে শেষ দিনে তিনি পরেছেন নজরকাড়া শাড়ি।
এবারের আসরে আগেও শাড়ি পরেছিলেন দীপিকা। তবে সেটি ছিল সব্যসাচীর ডিজাইন করা। শনিবার উৎসবের শেষ দিনে পরেছেন আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা আইভরি রঙের শাড়ি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ