শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহেশপুরে সরকারি ওষুধ মজুদের অভিযোগে নার্স ও ক্লিনিক মালিককে কারাদন্ড

আরো খবর

মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে সরকারি ঔষধ অবৈধ ভাবে মজুদ ও ব্যবহারের অভিযোগে মহেশপুর নার্সিং হোম এন্ড ডায়াগনিস্টিক সেন্টারে ভ্র্যাম্যমান আদালত অভিযান চালিয়ে এক নার্স ও প্রতিষ্ঠানের মালিককে কারাদ- ও জমিমানা করা হয়েছে।

 

বুধবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ডায়াগনিস্টিক সেন্টারের ভিতরে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। অভিযান কালে নার্স শিনিরা আক্তারের বেডের নিচ থেকে সরকারী হাসপাতালের বিভিন্ন ধরনের ঔষধের মজুদ পাওয়া যায়।

 

সরকারি ঔষধ ক্লিনিকের কাজে ব্যবহার ও বিক্রির অভিযোগে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক। এছাড়া ডায়াগনিস্টিক সেন্টারের মালিক ওবাইদুল হককে সরকারী ঔষধ অবৈধ ভাবে মজুদ ও ব্যবহারের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। অভিযান শেষে জদ্ব করা সরকারী ঔষধ গুলো সিলগালা করা হয়।

 

ভ্রাম্যমান আদালতের বিচারক মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান,অনিয়মের বিরুদ্ধে সব জায়গায় কঠোর অভিযান চলবে।

আরো পড়ুন

সর্বশেষ