শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ৫ পিস্তল ১০ টি ম্যাগজিন ৫০ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আরো খবর

সুমন হোসাইন:
যশোরে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও মাদকসহ চিহ্নত অস্ত্র ব্যবসায়ী লিটন গাজীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে ডিবি ওসি মঞ্জুল হক ভুঞার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে ৫ টি বিদেশী পিস্তল, ১০ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক লিটন যশোর সদর উপজেলার সুজলপুর মধু গ্রামের নুর ইসলামের ছেলে।

রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, অস্ত্র ও মাদক ব্যবসায়ী লিটন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত আন্ডার ওয়াল্ডে ব্যবসা চালিয়ে আসছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানে আটক লিটন গাজীর বাড়ির বক্্র খাটের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা উল্লেখিত অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তিনি জানান এসব অস্ত্র ও মাদক বেনাপোল সীমান্ত দিয়ে আনা হয়েছে এবং ঢাকা ও চট্রগ্রামে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে।

 

ডিবির ওসি মঞ্জুল হক ভুঞা জানান, আটক লিটনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক মামলা রয়েছে।

উল্লেখ্য গত ২৬ জুন ভোর রাতে যশোরের ঝিকরগাছায় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত হন লিটন গাজীর স্ত্রী আরিফিন আক্তার জুঁই ও ছাত্রলীগ নেতা মিলন। রহস্য জনক এই দুর্ঘটনা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। অনেকের ধারণা ওই প্রাইভেটকারে স্বর্ণ, অস্ত্র ও মাদক ছিল। তবে রহস্য জনক কারণে দুইজন ঘটনাস্থলে নিহত হয় এবং তাদের সাথে থাকা অপর দুই সহযোগী মামুন ও মাসুদকে আইনের আওতায় আনা হয়নি।

আরো পড়ুন

সর্বশেষ