এম.এইচ.উজ্জলঃ যশোরে জাগরণী চক্র ফাউন্ডেশনের পৃষ্ঠপোশকতায় সিনিয়র সিটিজেনস্ কর্ণারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী উৎসব ও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মুজিব সড়কের জাগরণী চক্র মিলনায়তনে আলোচনা সভায় জাগরণী চক্র ফাউন্ডেশনের চেয়ারম্যান জন এস বিম্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, মানুষের পাশে দাঁড়ালে মহান আল্লাহপাক খুশি হন। আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই কথাটি মনে রেখে আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, আসুন আমরা প্রবীণদেরকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ি।
হারুন-অর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অফিসার রুবেল হাওলাদার, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক সৈয়দ আওলাদ হোসেন, সদস্য সচিব কাউসার আলী প্রমুখ।

