শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

 সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচিতি সভা  অনুষ্ঠিত

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:দেশ জাতি ও মানব কল্যানে শান্তিশৃঙ্খলা, সমাজ ও পরিবেশের কল্যানে কাজ করে যাচ্ছে সার্ক মানবধিকার ফাউন্ডেশন। এর পরিধি ও পরিচিতি বাড়ছে দেশ ছাড়িয়ে বর্হবিশ্বে। সম্প্রসারিত হচ্ছে জনবল ও কলেবর। এরই ধারাবাহিকতায় যশোরের শার্শায় বাংলাদেশ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার পরিচিতি সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার সময় নাভারণ হক কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সভাপতি  উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু,প্রধান আলোচক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলার উপদেষ্টা সাংবাদিক ও প্রভাষক আসাদুজ্জামান আসাদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সহ-সভাপতি সাংবাদিক আব্দুর রহিম,,সহ-সভাপতি তরিকুল ইসলাম ঝন্টু,ধর্ম বিষয়ক সম্পাদক মাও: মাহামুদুল হাছান,যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ,সমাজ কল্যাণ সম্পাদক রাজু কামাল ও জাহিদুল মোমিন সুমন এবং চেয়ারম্যান মফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।এসময় পরিচয় পত্র সন্মাননা কার্ড ও মনোগ্রাম বিতরন করা হয়। অনুষ্টানের উদ্ভোধনী বক্তব্য রাখেন  শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র। এসময় মানবধিকার নিয়ে গান পরিবেশন করেন শিল্পী আলী হোসেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম ফারুখ হুসাইন অনুষ্ঠানটি পরিচালনা করেন। অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ ব্যাবস্থা বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনে কাজ করে যাচ্ছে, সে লক্ষ্যে আগত অতিথিরা তাদের মুল্যাবান বক্তব্য প্রদান করেন, এ সময় যশোর সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়ে  অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।

আরো পড়ুন

সর্বশেষ