কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী পাঁজিয়ায় ৫ দিন ব্যাপী ১২ তম বইমেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। উদ্বোধনী সভায় তিনি বলেন, বিএনপি- জামায়াত নাশকতার দলের পথ সভার নামে আর মানুষের চোখে পানি দেখতে চাই না, আমার দল আওয়ামী লীগ শান্তি প্রিয় দল আমাদের নেতা কর্মীরা শান্তি মিছিল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তাদের রুখতে যা যা করা প্রয়োজন তাই করে মানুষের চোখের পানি মুছে দিবে। এদিন পাঁজিয়া বইমেলার স্মরণিকা অক্ষর ও পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের যৌথ প্রকাশনা ত্রৈমাসিক সাহিত্য ও গবেষণা বিষয়ক পত্রিকা ইংগিত নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন শাহীন চাকলাদার।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জসীম উদ্দীন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, পাঁজিয়া ডিগ্রি কলেজর অধ্যক্ষ মোঃ রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মুকুল।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান,সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সদস্য শেখর রজ্ঞন দাস, আমানুর রহমান, শ্রমিক লীগের সভাপতি সরদার মুনছুর আলী,পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুবোল দেবনাথ, আলী আব্বাস, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আলবাহার, যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাস্টার প্রভাত কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা পরিতোষ দত্ত, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শহিদুল সরদার, প্রাক্তন ইউপি সদস্য শম্ভুনাথ বসু, পাঁজিয়া বইমেলা কমিটির প্রাক্তন সভাপতি জাকির হোসেন লাল্টু।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ন-আহবায়ক আবু সাঈদ লাভলু, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সহ-সভাপতি বাবুর আলী গোলদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক ও পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ মাসুদা বেগম বিউটি,পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয়, প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াজ লিটন সহ বইমেলা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কবি সাহিত্যিক সহ নানা শ্রেণী-পেশার মানুষ মেলাতে আসেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

