যশোর প্রতিনিধি : যশোরের রেলষ্টেশন এলাকা থেকে উদ্ধারকৃত সেই বৃদ্ধের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন পুলিশের আইজিপির সহধর্মিনী জীশান মীর্জা। এর আগে রোববার গভীর রাতে ওই বৃদ্ধকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন র্যাব সদস্যরা। যশোর পুলিশের মুখপাত্র রুপণ কুমার সরকার জানান, অজ্ঞাত বৃদ্ধকে অসুস্থ অবস্থায় উদ্ধার এবং হাসপাতালে ভর্তির বিষয়টি আইজিপির সহধর্মিনী জীশান মীর্জার দৃষ্টিগোচর হয়। এরপরই তিনি তার দায়িত্বভার গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। তারই প্রেক্ষিতে সোমবার রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের নেতৃত্বে একটি টিম সদর হাসপাতালে যান। এসময় তারা বৃদ্ধের চিকিৎসার খোঁজ খবর নেন। মুখপাত্র রুপণ কুমার সরকার আরও জানান, বৃদ্ধকে সুচিকিৎসার পর তার পূর্ণবাসনের ব্যাপারেও পদক্ষেপ নিবেন আইজিপি পত্নী। র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার এম. নাজিউর রহমান বলেন, বর্তমানে যশোর সদর হাসপাতালে বৃদ্ধের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজ (মঙ্গলবার) কিম্বা কাল (বুধবার) এসব পরীক্ষা-নীরিক্ষার ফলাফল পাওয়া যাবে। সেগুলো পাওয়া গেলেই তাকে পুলিশের হাতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে। যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান জানান, বৃদ্ধের শরীরের কিছু অংশে পচন দেখা দিয়েছে। তাছাড়া বয়সজনিত বেশ কিছু রোগে তিনি আক্রান্ত। এখনও তিনি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া ও কথা বলতে পারছেন না। হাসপাতালে আনার পর তার বেশ কিছু শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করানো হয়েছে। সেগুলো ফলাফল পাওয়া গেলে, তার অবস্থা সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া যাবে। গত ৫দিন ধরে যশোর শহরের রেলস্টেশন এলাকার একটি সড়কে ধারে অজ্ঞাত ওই বৃদ্ধ পড়ে ছিলেন। এসময় স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেছিলেন। কিন্তু জটিলতার কারণে পুলিশ তখন তাকে উদ্ধার করতে পারেনি। পরে র্যাব সদস্যরা বৃদ্ধকে উদ্ধারের পর যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
য

