একাত্তর প্রতিবেদক
স্থানীয়সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি আজ বৃহস্পতিবার যশোরে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন। তার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা বিভাগীয় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান। বিকাল ৫ টায় টাউন হল মাঠে সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ আয়োজিত বিজয়ের ৫০ বছর উপলক্ষে আয়োজিত গণসংগীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। বুধবার সকাল ১০ টায় জেলার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়। দুপুর ১২ টায় প্রেসক্লাব যশোরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। রবিবার সকাল ১১ টায় নিজ বাসভবনে যশোর মুক্ত দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে প্রস্ততিমুলক মতবিনিময়। এলজিআরডি প্রতিমন্ত্রী গতকাল বিকালে যশোরে এসছেন।যশোরের শার্শার লক্ষনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা চেয়ারম্যান প্রার্থী নৌকার প্রচারনা তুঙ্গে। এলাকার

