নিজস্ব প্রতিবেদক: শনিবার বিকেলে যশোরে শান্তি সমাবেশে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন জনসাধারণকে কষ্ট দিয়ে পদযাত্রার নামে হায়রানি-নিযাতন করছে জামাত-বিএনপি।
শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে ভৈরব চত্বরে বিএনপি- জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এই শান্তি সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। তিনি আরও বলেন, বিএনপি চায় না সাধারণ মানুষ ভালো থাকুক; তারা চায় এদেশে জ্বালাও পুড়াও অগ্নিসন্ত্রাস করতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। আরও বক্তব্যে রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলির আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান।যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলু রহমান, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য আনোয়ার হোসেন মোস্তাক,আওয়ামী লীগ নেতা রেজাউল ইসমান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহীন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নিয়ামত উল্লাহ।
বিএনপি চায় না সাধারণ মানুষ ভালো থাকুক- শাহীন চাকলাদার এমপি

