শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কৃতি শিার্থীদের সংবর্ধনা দিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় ২২২ জন কৃতি শিার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান শিক আবুল বরাকাত মো. ফখরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) খালেদা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন, সহঃ প্রধান শিক লুৎফুন্নাহার, জয়ন্তী রাণী নন্দীসহ বিদ্যলয়ের শিক-শিীকা ও ছাত্রীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক আহসান হাবীব পারভেজ ও সিনিয়র শিক শীরীনা খাতুন। অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি পরীায় জিপিএ-৫ প্রাপ্ত দুইশত বাইশজন ছাত্রীকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকাল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত অতিথি, শিার্থী ও অভিভাবকদের মাতিয়ে তোলেন স্কুলের ছাত্রীরা।

আরো পড়ুন

সর্বশেষ