শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় মদসহ আটক ১

আরো খবর

শার্শা প্রতিনিধি:যশোরের শার্শা গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে হাইওয়ে থেকে ৩৪ লিটার দেশীয় মদসহ অন্তর আলী (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানার পুলিশ।
মঙ্গলবার  (২৮শে ফেব্রুয়ারি ) সকাল ১০ টার সময়  তাকে আটক করা হয়। আটককৃত অন্তর আলী নাভারণ রেল বাজারের আলমগীর হোসেন ছেলে।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে, শার্শা থানার এসআই ফজলুর রহমান তার সংঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান গেটের সামনে পাঁকা রাস্তার উপরে থেকে  ভাড়া কৃত ইজিবাইকে অভিযান চালিয়ে ৩৪ লিটার দেশীয় মদ সহ এক জনকে আটক করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমানিক ১৩ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ