রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

স্থানীয় সরকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার- এলজিআরডি প্রতিমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক
অবিলম্বে পৌরসভার বেতন ভাতা সংক্রান্ত নতুন আইন বাতিল করে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত করণের জোর দাবি জানান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে যশোর শিল্পকলা একাডেমিতে সংগঠনের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে এ দাবি জানান তারা। বেলুন ও কবুতর উড়িয়ে যশোর পৌরসভা ও যশোর জেলা কমিটি আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এসময় তিনি বলেন, গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার
সংগঠনের খুলনা বিভাগীয় কমিটির আহবায়ক মুস্তাক আহমেদের সভাপতিত্ত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সাত্তারসহ নেতৃবৃন্দ।
সম্মেলনে খুলনা বিভাগের সকল পৌরসভার কমকর্তা-কর্মচারী ছাড়াও বেশ কয়েকজন পৌর মেয়র অংশ নেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ