নিজস্ব প্রতিবেদক: শহরের গাড়িখানা রোডে প্রকাশ্যে চাকু মারার ঘটনায় এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে চাকু উদ্ধার উদ্ধার করা হয়েছে। আটক রাকিব লোন অফিসপাড়ার আলমাসের ছেলে। রাকিব কিশোর গ্যাঙ চক্রের সক্রিয় সদস্য। এছাড়া রাকিব খালধার রোডের মুন্না হত্যা মামলার আসামি। ডিবি পুলিশ জানায়,গত ১৬ ফেব্রুয়ারী রাত সাগে আটটায় গাড়িখানা রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে দাড়িয়ে ছিলো উপশহর সি ব্লক এলাকার কামরুজ্জামানের ছেলে সেতু। এসময় সেতুসহ তার সহযোগিরা সেতুকে ধাওয়া করে শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, ঘটনাটি স্থানীয় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এ ঘটনায় সেতুর বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্বে পায় ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধার পর এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে আটক করে। এসময় তার কাছথেকে দুইটি চাকু উদ্ধার করা হয়। একই সাথে সে জানায় এলাকায় পূর্ব শত্রুতার জেরে সেতুকে ছরিকাঘাত করা হয়।#
যশোরে চাকু মারার ঘটনায় যুবক আটক

Previous article
