কেশবপুর প্রতিনিধিঃ-
কেশবপুর উপজেলার ভান্ডারখোলা ক্লাস্টারের অবসরপ্রাপ্ত ৩৫ প্রাথমিক শিক্ষকের বিদায় সংবর্ধনা দেওয়া
হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদারের সভাপতিত্বে ও শিক্ষক কে এম ফিরোজ সুলতান সবুজের
সঞ্চালনায় বৃহস্পতিবার দুপুরে হাড়িয়াঘোপ পরচক্রা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিদায়
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত
হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, বিদ্যানন্দকাটি
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আমজাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান,সাংবাদিক এস আর সাঈদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, সহকারী শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার প্রবীর মিত্র, উপজেলা হিসাব রক্ষণ অফিসার শাহিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নওশাদ আলম ও সাধারণ
সম্পাদক নাজমুল হুদা বাবু প্রমুখ। এছাড়া আরো বক্তব্য রাখেন বুড়িহাটি হাসানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আসাদুজ্জামান ও হাড়িয়াঘোপ পরচক্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান।#
