নিজস্ব প্রতিবেদক
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, বাড়ির আঙ্গিনায় সামান্য জায়গা থাকলেও তা অনাবাদি রাখা যাবে না। সেখানে বিভিন্ন ধরণের সবজির আবাদ করতে হবে। এতে একদিকে যেমন পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা মেটানো যাবে, তেমনি উদ্বৃত্ত সবজি বিক্রি করে আয় করাও সম্ভব। পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তমিজুল ইসলাম খান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে যশোর সদরের চাঁচড়ায় এ সভার আয়োজন করা হয়। পরে ১শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চাঁচড়া আশ্রয়ন প্রকল্প এলাকার ২০টি পরিবারের অনাবাদি জমিতে ১০ প্রকার সবজির বাগান করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, প্রশিক্ষণ কর্মকর্তা দিপঙ্কর দাস, অতিরিক্ত উপপরিচালক সৌমিত্র সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এসএম মিকাইল ইসলাম, শেখ মো. নুরুল্লাহ, জাকির হোসেন, মাহবুবুল আলম, আবু সায়াদ মো. আরিফ, এসএম কবির আহমেদ, আব্দুর রহমান প্রমুখ।
যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অভিযোগ-
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়লেও মজুরি বাড়ছে না
নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যর মূল্যই বেড়েছে। কিন্তু আমাদের মজুরী বাড়েনি। আমরা কিভাবে চলি, কিভাবে খাই, কিভাবে থাকি, সে খোঁজ কেউ কখনও নেয়নি। বৃহস্পতিবার বিকেলে যশোরের দড়াটানা ভৈরব চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নেতৃবৃন্দ। মজুরী বৃদ্ধি, এনজিওদের নিয়োগ বাতিলসহ ৫ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ আমাদেরকে নিয়মিত বেতন দেয়না। বেতন-ভাতা নিয়ে তারা টালবাহানা করে। এ অবস্থায় তারা শহরের বর্জ্য অপসারণে এনজিওদের নিয়োগ দিয়েছে। আমাদের কর্মচারী ভাইদের বিনা কারণে ছাঁটাই করেছে। এভাবে আমাদের ওপর তারা নীপিড়ন চালিয়ে যাচ্ছে। তারা কখনও আমাদের মত সাধারণ মানুষের কথা ভাবেনি। বক্তারা অভিযোগ করেন, আমাদের বেতন কম। অথচ পৌর কর্তৃপক্ষ মোটা টাকার চুক্তিতে এনজিওদের মাধ্যমে শহরের বর্জ্য অপসারণ করাচ্ছে। নিজেদের পকেট ভরার জন্য তারা আজ এনজিওদের কাজ দিচ্ছে। এতে সরকারের টাকা অপচয় হলেও সেদিকে তাদের খেয়াল নেই। যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোরের সভাপতি আশুতোষ বিশ্বাস, শ্রমিক ইউনিয়নের মন্টু বিশ্বাস, হিরণ লাল সরকার, সাজেন ডোম, জনি বিশ্বাস প্রমুখ।
যশোরে গোয়েন্দা পুলিশের অভিযান-
গাজা জব্দ,আটক-১
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা জব্দ করেছে। এসময় সিরাজুল ইসলাম ওরফে অহেদুল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পোনে দশটারদিকে সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপণ কুমার সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল কৃষ্ণবাটি গ্রামে অভিযান চালায়। এসময় যশোর-বেনাপোল সড়কের আব্দুল মালেকের ইটভাটার সামনে থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে গাজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা। এ ঘটনায় এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় যশোরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় যশোরে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব যশোরের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আমাদের সহপাটিরা হারিয়ে যাচ্ছে। এটা দুঘৃটনা নয়, এটা পরিকল্পিত। এসকল হত্যার বিচার করতে হবে। এরই সাথে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে হবে। এসময় বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসুধন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আহমেদ শাহিন, শেখ হাসান ইমাম, সিটি কলেজের শিক্ষার্থী শাওন ইসলাম সবুজ ও বিসিএমসি কলেজের শিক্ষার্থী নিয়াজ মাহমুদ শিশির। এছাড়া আরো উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর গুলিস্তানে বুধবার বেলা ১১টায় ডিএসসিসি ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।
