আহসান উল্লাহ কলারোয়া প্রতিনিধি :সাতক্ষীরার কলারোয়ায় ভোর রাতে পুলিশ ও ডাকাত চক্রের মধ্যে গোলাগুলি হয়েছে ৷ এ সময় সাতক্ষীরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, এসআই রাজিবসহ থানা পুলিশের কয়েকজন সদস্য আহত ও এএসআই আনোয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ মিজান নামের গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যসহ ডাকাত চক্রের মোট ৬ সদস্যকে গ্রেফতার করেছে ।
সোমবার (৬ মার্চ) ভোর রাত ২টার দিকে উপজেলার ৮ নম্বর কেরেলকাতা ইউনিয়নের যশোর – সাতক্ষীরা মহাসড়কের কোটার মোড় নামক স্থানে এ গোলাগুলির ঘটনাটি ঘটে৷
সাতক্ষীরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান৷ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ আটককৃত আসামিদের নিকট থেকে দুই রাউন্ড গুলি, একটি ব্যবহৃত পিস্তল ও দুইটি মাইক্রো বাস উদ্ধার করেছে ।
গুলিবিদ্ধ ডাকাত সদস্য যশোর সদর কোতোয়ালি থানার মোল্লা পাড়া এলাকার ভলামিয়ার ছেলে মিজানুর রহমান (৪৭)৷ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের কড়া নজরদারিতে চিকিৎসারত আছেন৷। এছাড়া ডাকাত চক্রের গ্রেফতার হওয়া আরও ৫ সদস্য হলেন, ঝিকরগাছা থানার হাজেরআলী এলাকার আব্দুর রশিদের ছেলে হুমায়ুন কবির (৩০), সাতক্ষীরা সদর মধ্য কাটিয়া গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে সাইদুজ্জামান (২৮), যশোর কোতোয়ালি থানার মোল্লা পাড়া গ্রামের ফজর আলী উকিলের ছেলে সাইদুল ইসলাম (৬০), শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আবুল কালাম ও একই গ্রামের নূর মোহাম্মাদের ছেলে আব্দুল্লাহ (৩০)৷

সাতক্ষীরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান আরো বলেন, গোপন সংবাদের মাধ্যমর জানতে পারেন, প্রাইভেটকার নিয়ে ডাকাত চক্রের সদস্যরা যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়ার কোটার মোড়ে পরিবহনে ডাকাতির জন্য অবস্থান করছে। তিনি বলেন, এমন সংবাদ পেয়ে তিনি কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা ও পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে যাওয়া মাত্রই ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি দেখা মাত্রই মাইক্রোবাস থেকে গুলি করতে থাকে৷ এ সময় তাদের গ্রেফতার করতে পুলিশ ও গুলি করে এবং এসময় ঘটনাস্থলে মিজান নামের এক ডাকাত সদস্য ও পুলিশের এএসআই আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়৷ সংঘর্ষের সময় তিনি ( অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান) , থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কনস্টেবল রাজিব আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পোাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গুলিবিদ্ধ ও গুরুতর আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছে৷
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বলেন, গ্রেফতার হওয়া আসামিদের মামলা প্রক্রিয়াধীন আছে৷ তাদের নিকট থেকে দুই রাউন্ড গুলি, একটি পিস্তল, দুইটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে৷।।

