শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরির অপরাধে এক ব্যক্তির অর্থদন্ড

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:সাতক্ষীরায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ভেজাল দুধ তৈরীর অপরাধে কমল ঘোষ নামের এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ভেজাল ৪০০ কেজি ভেজাল দুধসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেসুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।
ভেজাল দুধের কারবারি কমল ঘোষ তার দোষ স্বীকার করায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবাসপুর গ্রামে কমল ঘোষের দুধের কারখানায় অভিযান চালানো হয়। সেখানে কৃত্রিমভাবে দুধের ক্রীম বানানোর জন্য প্রস্তুত করে রাখা ১২ লিটার পাম তেল, রঙ, ভেজাল মাখন, মেশিন সহ ৪০০ কেজি ননি উঠিয়ে নেওয়া দুধ জব্দ করা হয়।
তিনি আরও জানান, দুধ থেকে প্রথমে ননি তুলে তা দিয়ে ঘি বানিয়ে বাজারে বিক্রয় করে এ চক্রটি। এরপর ননী ছাড়া ওই দুধে কৃত্রিম ননি মিশিয়ে বাজারে বিক্রি সাধারন মানুষের সাথে প্রতারনা করে থাকে। এই দুধে কোন গুনাগুন থাকে না এবং প্রায় ৪ গুন লাভে তারা তা বিক্রি করে থাকে। ব্লেন্ডার মেশিনে পাম তেল, রংসহ বিভিন্ন রাসায়নিক মিশিয়ে কৃত্রিম ননী তৈরি করা হয় বলে জানান এই কর্মকর্তা।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, অভিযুক্ত ওই ব্যক্তি ছয় মাস আগেও একই অপরাধে জরিমানা করা হয়েছিলো। কিন্তু সে ভুল না শুধরে গোপনে সেই একই কাজ করে যাচ্ছিলো। তিনি আরো জানান, ভেজালের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যহত থাকবে।#

আরো পড়ুন

সর্বশেষ