শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যুবলীগ নেতা ম্যানসেল বহিষ্কার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মচারীকে মারপিট ও নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেবুবুল রহমান ম্যানসেলকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে যুবলীগ। বুধবার সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বারিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ যুবলীগ ঐতিহ্যেবাহী সুশৃঙ্খল দল। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। কিন্তু পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেবুব ম্যানসেল একটি সরকারি অফিসে অনাধিকার প্রবেশ করে সরকারি কর্তব্য কাজে বাধা প্রদান করে। হত্যার উদ্দেশ্য মারপিট করে সাধারণ জখম, শ্লীলতাহানি হুমকিসহ হুকুম দানের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ুন্ন হয়েছে। এমতাবস্থায় সংগঠনের গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশক্রমে মেহেবুব ম্যানসেলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

আরো পড়ুন

সর্বশেষ